April 9, 2025
খেলা দেশ

বসিরহাট কেন্দ্রের বিজেপি প্রার্থী মহম্মদ শামি!

দিল্লি, ৮ মার্চ: কয়েকদিন আগেই বিজেপি দেশব্যাপী প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করেছে। সেই তালিকায় ১৯৫ জনের মধ্যে পশ্চিমবঙ্গে ২০ জন প্রার্থীর নাম ঘোষিত হয়েছে। কিন্তু, সেই তালিকায় বসিরহাট লোকসভা কেন্দ্রের নাম এখনও ঘোষিত হয়নি। ইতিমধ্যে দ্বিতীয় তালিকাও এখনও প্রকাশিত হয়নি। এরই মধ্যে গুঞ্জন শুরু হয়েছে, এই কেন্দ্রের বিজেপি প্রার্থীর নাম নিয়ে। সংখ্যালঘু অধ্যুষিত এই কেন্দ্রে রাজ্যের শাসকদলের তারকা প্রার্থী নুসরত জাহান ২০১৯-এ জয়লাভ করেন। বিজেপি-র সায়ন্তন বসুকে তিনি প্রায় ৩ লক্ষ ৫১ হাজার ভোটে পরাজিত করেন।

এবার তৃণমূল এখনও কোনও প্রার্থী তালিকা ঘোষণা করেনি। বসিরহাট নিয়ে নুসরতের নামও নিশ্চিত করে বলেনি ঘাসফুল শিবির। তবুও গেরুয়া শিবির এই তারকা কেন্দ্রে কোনও তারকা প্রার্থীর চিন্তা ভাবনা করছে। এমনটাই সূত্রের খবর। আবার সেই তারকা প্রার্থী যদি সংখ্যালঘু সম্প্রদায়ের হয়, তাহলে তো আর কোনও কথায় নেই। একেবারে সোনায় সোহাগা! সম্প্রতি সেরকমই একটি নাম নিয়ে শুরু হয়েছে গুঞ্জন। সেই ব্যক্তি আর কেউ নন, ভারতীয় দলের ক্রিকেটার মহম্মদ শামি। রাজনৈতিক মহলে সেরকমই একটি সম্ভাবনার জল্পনা ছড়িয়েছে। দলীয় সূত্রে তেমনই খবর।

এদিকে দলীয় সূত্রের খবর, ইতিমধ্যে নাকি দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মহম্মদ শামিকে ফোন করে তাঁর সঙ্গে যোগাযোগ করেছেন। তবে এই সিদ্ধান্ত নাকি বিজেপির রাজ্য স্তরের নয়। সম্পূর্ণ কেন্দ্রীয় স্তরের। সম্প্রতি মোদী ও শামির একটি কোলাকুলির দৃশ্য ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে। শামি নিজেও সেই ছবি তাঁর এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। গত বছর নভেম্বরের সেই ছবি থেকে বিষয়টি নিয়ে দুইয়ে দুইয়ে চার করছেন অনেকেই।

অন্যদিকে ইউকিপিডিয়াও এবিষয়ে অনেকটা নিশ্চিত হয়েছে যে, সত্যিই শামি বসিরহাট কেন্দ্রে প্রার্থী হচ্ছেন। ২০২৪ লোকসভা নির্বাচনের বসিরহাট প্রার্থী তালিকায় তাদের ফ্রেমে অন্য কারও নাম না দিলেও বিজেপি প্রার্থী হিসেবে মহম্মদ শামির নাম প্রকাশ করেছে। এটা থেকেই নিশ্চিত হওয়া যায়, মহম্মদ শামিই বসিরহাট কেন্দ্রের পরবর্তী বিজেপি প্রার্থী।

Related posts

Leave a Comment