সংবাদ কলকাতা: উত্তর ২৪ পরগনার বসিরহাট থানা এলাকার ট্যাটরা থেকে পাঁচ দুষ্কৃতীকে গ্রেপ্তার করল বসিরহাট থানার পুলিশ। জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে বসিরহাট থানার পুলিশ আধিকারিক সুরেন্দ্র সিং-এর নেতৃত্বে একদল পুলিশ ভোরবেলা আগ্নেয়াস্ত্র সহ পাঁচ দুষ্কৃতীকে হাতেনাতে গ্রেপ্তার করে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে গুলি ভর্তি রিভলবার, ভোজালি, চাকু, নেবলা লোহার চেন, ডাকাতি ও ছিনতাই করার একাধিক সরঞ্জাম।
সূত্রের খবর, এরা মূলত ভোরবেলায় যেসব মাছ ব্যবসায়ী থেকে শুরু করে সবজি ব্যবসায়ী, গাড়ি করে টাকি ও মালঞ্চ রোড ধরে তাঁদের মালপত্র আনতে যান, তাদেরকে গাড়ি আটকে ছিনতাই করে লুটপাট করে চম্পট দিত এইসব দুষ্কৃতীরা। এদের বিরুদ্ধে উত্তর ২৪ পরগনার বিভিন্ন থানা এলাকায় ছিনতাই, রাহাজানি, ডাকাতি সহ একাধিক অভিযোগ রয়েছে। এই পাঁচজনের বাড়িই বসিরহাট থানার বিভিন্ন এলাকায়। ধৃত পাঁচ দুষ্কৃতীকে আজ বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। তাঁদেরকে ১০ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে।
previous post