23 C
Kolkata
December 23, 2024
জেলা

বল ভেবে বোমা তুলে খেলতে গিয়ে হাত উড়ে গেল চতুর্থ শ্রেণীর ছাত্রের

বসিরহাট, ৩০ জুলাই: আবারও বল ভেবে খেলতে গিয়ে হাত উড়ে গেল এক চতুর্থ শ্রেণীর এক ছাত্রের। আহত ছাত্রের নাম ইউসুফ মন্ডল। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের অন্তর্গত গোলবাগান এলাকায়। খবর পেয়ে স্থানীয় প্রতিবেশীরা ধরাধরি করে বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় ইউসুফ মন্ডলকে। অবস্থার অবনতি হওয়ায় তাকে কলকাতা আর জি কর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বোমের আঘাতে ডান হাত ছিন্নবিছিন্ন হয়ে যায় ছেলেটির। জানা গিয়েছে রবিবার সকালে বাড়ির পাশে একটি বাগানে খেলতে খেলতে হঠাৎই বল ভেবে বোমা তুলে খেলতে শুরু করে ছেলেটি। বোমাটি ফেটে গিয়ে তার ডান হাত ও শরীরের বেশ কিছু অংশ মারত্মক জখম হয়।

Related posts

Leave a Comment