ওয়াশিংটন– নতুন বর্ষবরণের দিনে ব্যস্ত রাস্তায় ভিড়ের ওপর গাড়ি চালিয়ে জঙ্গি হামলা চালানোর ঘটনায় মৃত বেড়ে দাঁড়ালো ১৫। নিউ অর্লিন্স শহরের এই ঘটনায় জানা গিয়েছে হামলাকারী গাড়িটি চালাচ্ছিল শামসুদ্দিন জব্বর নামে এক প্রাক্তন মার্কিন সেনাকর্মী। এদিন সে ট্রাক নিয়ে উৎসবের ভিড়ে ঢুকে পিষে দেয় বহু মানুষকে। এলোপাথাড়ি গুলিও চালায়। কিন্তু পালটা পুলিশের গুলিতে নিহত হয় জাব্বার। এই ঘাতকের গাড়ি থেকে মেলে ইসলামিক স্টেটের (আইএস) পতাকাও। ফলে তদন্তকারীদের অনুমান, হামলাকারী আইএসের ‘লোন উলফ’। মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই জানায়, হামলাকারীর নাম শামসুদ্দিন জাব্বার। ২০০৭ থেকে ২০২০ সাল পর্যন্ত মার্কিন সেনায় কাজ করেছে সে। ২০০৯ থেকে ২০১০ সাল পর্যন্ত আফগানিস্তানেও মোতায়েন ছিল।