সংবাদ কলকাতা: পশ্চিমবঙ্গে প্রথম চালু হতে চলেছে বন্দে ভারত এক্সপ্রেস। উদ্বোধনে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তার নিরাপত্তাজনিত কারণে হাওড়া স্টেশনের তিনটি প্ল্যাটফর্মে ৩৮ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকবে। এমনকি প্ল্যাটফর্ম লাগোয়া রাস্তা, নিউ কমপ্লেক্সের ক্যাবওয়ে বন্ধ রাখা হচ্ছে।
বুধবার পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, ‘হাওড়া স্টেশনে আসবেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার নিরাপত্তাজনিত কারণে ২৯ ডিসেম্বর অর্থাৎ বুধবার রাত ১২ টার পর থেকে ৩০ ডিসেম্বর দুপুর ২ টো পর্যন্ত হাওড়া স্টেশনের তিনটি প্ল্যাটফর্মে ট্রেন পরিষেবা বন্ধ থাকবে। প্ল্যাটফর্মগুলো হল হাওড়া নয়া কমপ্লেক্সের ২১, ২২ এবং ২৩ নম্বর প্ল্যাটফর্ম। তবে এই প্ল্যাটফর্মগুলো থেকে যে সব ট্রেন চলাচল করত, তা বাতিল করা হয়নি। নির্ধারিত সময়েই ট্রেন অন্য প্ল্যাটফর্ম থেকে ছাড়বে।
৩০ ডিসেম্বর শুক্রবার হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী। এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকেই জোকা-তারাতলা মেট্রো-সহ একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। তাঁর সঙ্গে থাকবেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও।