সুমন মল্লিক, ১৮ অক্টোবর: আজ বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার পক্ষ থেকে আয়োজন করা হয় বিজয়া সম্মিলনীর। আর এই সম্মেলনে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক অশোক কীর্তনীয়া, স্বপন মজুমদার, সুব্রত ঠাকুর, অসীম সরকার সহ আরও অনেকে। উপস্থিত ছিলেন প্রাক্তন ক্রিকেটার ও বিধায়ক অশোক দিন্দা।এই সভা থেকে শুভেন্দু অধিকারী আরও একবার সোচ্চার হন হিন্দুত্ব নিয়ে। তিনি বলেন, এটি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাংলা। স্বাধীনতার পর পশ্চিমবঙ্গকে হিন্দুদের জন্য ভারত মাতার সঙ্গে যুক্ত করেন তিনি। তিনি আরও বলেন, যখন ব্যাপকভাবে ধর্মান্তরিত করার প্রক্রিয়া চলছিল, তখন হরিচাঁদ ও গুরুচাঁদ ঠাকুর লড়াই ও আন্দোলন করে হিন্দুদের রক্ষা করেছিলেন। পশ্চিমবঙ্গে বিজেপির উত্থানের জন্য বনগাঁর অবদানকে স্বীকার করে তিনি বলেন, পশ্চিমবঙ্গে বিজেপি সরকার প্রতিষ্ঠার পর সবার আগে পূজা পাবে বনগাঁ। কারণ, বিজেপি কখনও পুরনোকে ভোলে না। এই মঞ্চ থেকেই তিনি চোরেদের দল বলে আক্রমণ করেন তৃণমূলকে। স্লোগান তোলেন “চোর ধরো জেল ভরো”।
previous post
next post