18 C
Kolkata
December 24, 2024
রাজ্য

বনগাঁয় প্রধানের কথায় আবাস যোজনার টাকা তুলে বিপাকে তৃণমূলের পঞ্চায়েত সদস্য

নিজস্ব প্রতিনিধি, বনগাঁ: আবাস যোজনায় নাম তোলার প্রতিশ্রুতি দিয়ে গ্রামবাসীদের কাছ থেকে টাকা তুলেছিলেন তৃণমূলের এক পঞ্চায়েত সদস্য। সবই করেছিলেন পঞ্চায়েত প্রধান অসিত মন্ডলের কথামতো। কিন্তু টাকা নিয়েও অনেকের নাম ওঠেনি আবাস যোজনার তালিকায়। এই ঘটনার পর গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়ে যান ওই পঞ্চায়েত সদস্য। শেষে ওই প্রধানের নাম প্রকাশ্যে আনেন তিনি। প্রধানের নাম প্রকাশ করায় পাল্টা রাজনৈতিক চাপে পড়ে যান তিনি। যার ফলে আত্মহত্যার চেষ্টা করেন ওই পঞ্চায়েত সদস্য।

ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বাগদা ব্লকে। এখানকার বয়রা গ্রাম পঞ্চায়েতের মালিদহ গ্রামের ওই পঞ্চায়েত সদস্য দুই দিন চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তিনি দাবি করেছেন, পঞ্চায়েত প্রধান অসিত মন্ডলের কথামতো ২০ থেকে ৩০ হাজার করে টাকা তুলে প্রধানকে দিয়েছেন। কিন্তু তালিকায় তাঁদের নাম না ওঠায় পঞ্চায়েত সদস্যকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তখন তিনি সাংবাদিকদের সামনে মুখ খোলেন। জানিয়ে দেন, তিনি প্রধানের নির্দেশ মতোই টাকা তুলেছেন।

এরপর প্রধান ও তাঁর অনুগামীরা ওই পঞ্চায়েত সদস্যর উপর প্রবল চাপ সৃষ্টি করতে থাকে। লাগাতার হুমকির মুখে পড়েন তিনি। তার বাড়ি ভাঙচুর এমনকি তার প্রাণনাশের ভয়ও দেখানো হয়। অবশেষে তিনি আত্মহত্যার পথ বেছে নেন। কীটনাশক খেয়ে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হতে হয় তাঁকে। মঙ্গলবার সুস্থ হয়ে বাড়ি ফেরার পর পঞ্চায়েত সদস্যর স্ত্রী জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন। সেই অভিযোগে প্রধানের বিরুদ্ধে আবাস যোজনার টাকা নেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।

Related posts

Leave a Comment