সাত সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনার ঘটনা ঘটল উত্তর ২৪ পরগনার সীমান্ত শহর বনগাঁতে। যশোর রোডের এই দুর্ঘটনায় একজন মহিলা সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে বনগাঁর ১ নম্বর রেলগেট সংলগ্ন সুভাষপল্লি এলাকায়।
জানা গিয়েছে, এদিন সকালে ওই মহিলা তাঁর মেয়েকে স্কুলে পৌঁছে দিয়ে যশোর রড ধরে বাড়ি ফিরছিলেন। তিনি বনগাঁর ১ নম্বর রেলগেট সংলগ্ন সুভাষপল্লি এলাকায় আসতেই উল্টোদিক দিকে একটি লরি এসে তাঁকে ধাক্কা মারে। এরপর লরিটি ঘটনাস্থলেই পাল্টি খায়। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় ওই মহিলাকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করেন। সেখানেই তাঁর মৃত্যু হয়।
next post