নিজস্ব সংবাদদাতা, বনগাঁ : জমি বিবাদকে কেন্দ্র করে মহিলার বাড়ি ভাঙচুর। মারধরের চেষ্টায় মদত দেওয়ার অভিযোগ স্থানীয় কাউন্সিলরের স্বামী তথা ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে। ঘটনাস্থলে বনগাঁ থানার পুলিশ৷ হামলার ঘটনার সিসিটিভি ফুটেজ ভাইরাল।
জানা গিয়েছে, বনগাঁ থানার জয়পুর এলাকায় বনগাঁ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রেখা সরকার স্বামীর মৃত্যুর পর তিন মেয়েকে নিয়ে এই বাড়িতেই বসবাস করছেন। অভিযোগ, স্বামীর মৃত্যুর পর রেখা দেবীকে কিছু না জানিয়েই বাড়িটি নিজেদের নামে করে নেয় রেখা দেবীর ননদেরা। এরপর ২০২১ সাল থেকে এই বাড়ি নিয়ে মামলা চলছে আদালতে। আদালতের রায়ে বাড়িটিতে সিসিটিভি বসানো হয়েছে। পাশাপাশি বাড়ির সামনে ১৪৪ ধারা জারির নোটিশ টাঙানো হয়েছে।
অভিযোগ, তিন সপ্তাহ আগে তাঁরা জানতে পারেন, তাঁদের বাড়িটি ষষ্ঠী অধিকারী নামে এক ব্যক্তি কিনেছেন। এরপর থেকে বিভিন্নভাবে বাড়ি ছেড়ে দেওয়ার জন্য হুমকি আসতে থাকে মহিলার কাছে। রেখা দেবীর অভিযোগ, মঙ্গলবার সকালে এলাকার বেশ কয়েকজন মহিলা ও তৃণমূল নেতা উত্তম ঘোষের নেতৃত্বে তাঁর বাড়িতে হাজির হয়। বাড়ির গেটের তালা ভেঙে ঘরে ঢোকার চেষ্টা করে। পাশাপাশি মহিলার মেয়েদেরকেও মারধরের চেষ্টা করে বলে অভিযোগ। এই ঘটনা যখন চলছে, সেই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বনগাঁ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের স্বামী তথা ওয়ার্ডের তৃণমূল সভাপতি উত্তম ঘোষ। তৃণমূল নেতার মদতেই বেশ কিছু সময় ধরে চলে এই তাণ্ডব। সেই হামলার সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়ে একাধিক ব্যক্তির মোবাইলে।
মহিলার দাবি, পরবর্তীকালে বনগাঁ থানার পুলিশ আসতেই হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এই ঘটনার পর থেকে যথেষ্ট আতঙ্কিত রেখা দেবী ও তাঁর পরিবার৷ তাঁরা নিরাপত্তার অভাববোধ করছেন বলে জানান।
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতা উত্তম ঘোষ।