April 19, 2025
খেলা

বড়সড় গাড়ি দুর্ঘটনার কবলে মেসি

সংবাদ কলকাতা: বড়সড় পথ দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন লায়োনেল মেসি। শপিং মল থেকে কেনাকাটা করে ফেরার পথে ঘটে এই দুর্ঘটনা। জানা গিয়েছে, শুক্রবার আর্জেন্টিনার এই ফুটবল তারকা মায়ামি সুপার মার্কেটে গিয়েছিলেন সংসারের নিত্য প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করতে। সেখান থেকে ফেরার পথে ট্রাফিক নিয়ম ভেঙেই ঘটে এই বিপত্তি। রাস্তার সিসিটিভি ফুটেছে ধরা পড়েছে সেই ছবি। এদিন তাঁর গাড়ি রাস্তায় চলার সময় হঠাৎ বাঁ দিকে মোড় নেয়। সেসময় অন্য প্রান্ত থেকে দ্রুত গতিতে ধেয়ে আসে একটি গাড়ি। কিন্তু বড় কিছু ঘটার আগেই তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের গাড়িটি তাঁকে বাঁচিয়ে দেয়। দুর্ঘটনার সময় মেসি নিজেই ড্রাইভিং করছিলেন বলে এক আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রের খবর।

এদিকে আজ রবিবার এলএমটেন-এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ। ইতিমধ্যে অনুষ্ঠানের সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে। সেই অনুষ্ঠানে ইন্তার মায়ামি জার্সিতে দেখা যাবে তাঁকে। এরই মধ্যে এই ঘটনায় ভক্তদের মধ্যে উদ্বেগ বেড়েছে।

প্রসঙ্গত ইন্তার মায়ামির হয়ে আজ আত্মপ্রকাশ অনুষ্ঠানের কারণে লিওনেল মেসি (Lionel Messi) ইতিমধ্যেই পরিবার-সহ পৌঁছে গিয়েছেন ফ্লোরিডায়। সেখানে হাট বাজার সেরে নিয়েছেন। পাশাপাশি আমেরিকাবাসী ফুটবল অনুরাগীদের সেলফি ও ছবির আবদার মিটিয়েছেন। ফ্লোরিডায় নিজেই গাড়ি চালিয়ে এদিক ওদিক যাচ্ছিলেন তিনি। কিন্তু নতুন দেশের ট্রাফিক ব্যবস্থা এখনও রপ্ত হয়নি লিও-র। সেজন্য ফ্লোরিডার রাস্তায় সিগন্যাল ভাঙতে দেখা গিয়েছে তাঁকে। যার জন্য বড়সড় দুর্ঘটনার মুখে পড়েন। কিন্তু অল্পের জন্য বেঁচে যান। উল্টোদিকের গাড়ির ড্রাইভার সতর্ক না হলে নতুন দেশে গিয়ে বড় বিপদে পড়তেন তিনি।

Related posts

Leave a Comment