27 C
Kolkata
November 1, 2025
রাজ্য

বড়দিনে বাড়ানো হবে মেট্রোরেলের সংখ্যা

সংবাদ কলকাতা: রবিবার এবারে পড়েছে ক্রিসমাস বড়দিন। বড়দিন মানে দেদার আনন্দ ফুর্তি। এই দিনে সাধারণত পার্ক স্ট্রিট, চিড়িয়াখানা সহ কলকাতার একাধিক জায়গায় উপচে পড়া ভিড় থাকে। এইসব গন্তব্যস্থলে যাওয়ার সহজ উপায় মেট্রো। তাই সাধারণের মানুষের কথা মাথায় রেখে এবারে মেট্রোরেল কর্তৃপক্ষ 25 ডিসেম্বর বড়দিনের দিন বাড়তি মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে।

সাধারণত রবিবার দিন মেট্রো সংখ্যা কম থাকে, দেরিতে শুরু হয় এই পরিষেবা অন্যান্য দিনের তুলনায়। তবে বড়দিনের কথা মাথায় রেখে এবারে মেট্রোরেল পরিষেবা তাড়াতাড়ি শুরু হবে রবিবার দিনও, দুটি মেট্রোর মধ্যে সময়ের পার্থক্য থাকবে ৮ মিনিট। সেই কারণে দ্রুত কম সময়ের মধ্যে নির্ধারিত জায়গায় পৌঁছে যাওয়া সম্ভব হবে।

Related posts

Leave a Comment