সংবাদ কলকাতা: বড়দিনে দুর্ঘটনা। মোমবাতি থেকে আগুন লাগে একটি গির্জায়। রবিবার কসবার টেগোর পার্কের এক গির্জায় এই ঘটনা ঘটে। অগ্নিদগ্ধ হয়ে গুরুতর জখম হয় এক বালিকা। তাকে মানিকতলা ইএসআই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এছাড়া ওই বালিকাকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন কসবা থানার এক সাব-ইনস্পেক্টরও। আহত বালিকা কসবার বাসিন্দা। বয়স ১০। বড়দিনের সন্ধ্যায় সে স্থানীয় গির্জায় গিয়েছিল। তখনই ঘটে দুর্ঘটনা।
পুলিস সূত্রে খবর, বড়দিন উপলক্ষে কসবার ওই গির্জায় মোমবাতি জ্বালাচ্ছিলেন দর্শনার্থীরা। সেখানে দাঁড়িয়ে ছবি তুলছিল এক বালিকা। তখনই অসাবধানতাবশত মোমবাতির শিখা থেকে আগুন লেগে যায় ওই বালিকার জামায়।
সেই সময় ঘটনাস্থলে ছিলেন কসবা থানার এক সাব-ইনস্পেক্টর। বালিকার গায়ে আগুন লাগতে দেখে তাকে বাঁচাতে এগিয়ে যান তিনি। আগুন নেভাতে গিয়ে হাত পুড়ে যায় ওই পুলিস কর্মীর।