শ্রীনগর: বড়দিনের আগে বড়সড় পাক নাশকতার ছক বানচাল করল ভারতীয় সেনা ও কাশ্মীর পুলিস। উত্তর কাশ্মীরের উরি সেক্টরে যৌথ বাহিনীর অপারেশনে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র। যার মধ্যে রয়েছে ৮টি একে ৭৪ রাইফেল, ২৪টি ম্যাগাজিন, রাইফেলের ৫৬০টি গুলি, ১২টি অত্যাধুনিক পিস্তল, পিস্তলের ২৪টি ম্যাগাজিন, পিস্তলের জন্য ২৪৪টি গুলি, ১৪টি গ্রেনেড, পাকিস্তানের পতাকার ছাপ দেওয়া ৮১টি বেলুন, গমের ব্যাগ এবং মেড ইন পাকিস্তান’ প্রিন্ট সহ বেশ কিছু সামগ্রী। ইদানিং কাশ্মীরে বিভিন্ন জায়গায় অস্ত্র উদ্ধারের খবর আসলেও এতো আগ্নেয়াস্ত্র-সহ কার্তুজ একসঙ্গে উদ্ধার হয়নি।
যৌথ বাহিনীর দাবি, গত দেড় বছরে এত সংখ্যক আগ্নেয়াস্ত্র কখনও উদ্ধার হয়নি কাশ্মীরে। বছর শেষে ভূস্বর্গে বড়সড় নাশকতার ছক কষেছিল পাকিস্তান। কারণ এই সময় পর্যটকে ভরা থাকে ভূস্বর্গ। কিন্তু যৌথবাহিনীর তৎপরতায় সেই ছক ভেস্তে গেল। বাহিনী প্রচুর অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র উদ্ধার করলেও, এই ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিস।
কয়েকদিন আগেই উপত্যকায় মাদক চোরাচালানের বড়সড় মডিউলের পর্দাফাঁস হয়। পুলিস কুপওয়ারা এবং বারামুল্লা জেলার বিভিন্ন এলাকা থেকে ৫জন পুলিস, ১জন রাজনৈতিক কর্মী, ১জন ঠিকাদার এবং ১জন দোকানদার সহ ১৭জনকে গ্রেফতার করে। প্রত্যেকেরই পাকিস্তানি যোগসূত্র রয়েছে বলে জানিয়েছিল পুলিস।
সেই ঘটনার কয়েকদিনের মধ্যে উপত্যকায় মিলল বিপুল পরিমাণে অস্ত্র। এর নেপথ্যে কোন জঙ্গি সংগঠন রয়েছে, তা জানতে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে উরি পুলিস।
next post