সংবাদ কলকাতা: বজবজে সাউ বাড়ির পুজো উদ্বোধন করতে এলেন, বসিরহাটের সাংসদ নুসরাত জাহান। বাংলা চলচ্চিত্রের নামী তারকা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও এসেছিলেন সাউ বাড়ির পুজো উদ্বোধন করতে। এবং তিনি স্টেজে এসে উনার একটি ছবি অমর সঙ্গীর গান নিজে গাইলেন। উপস্থিত ছিলেন পূর্ত পরিবহন দপ্তরের কর্মাধ্যক্ষ জনাব জাহাঙ্গীর খান। বজবজের বিধায়ক অশোক দেব, বজ বজ পৌরসভার চেয়ারপারসন গৌতম দাশগুপ্ত। সাউ বাড়ির পুজো ১১ নম্বর ওয়ার্ডে মধ্যে পড়ে। স্বাভাবিকভাবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পম্পা সিংহ।
previous post
next post