সংবাদ কলকাতা: বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত। তৈরি হতে পারে নিম্নচাপও। বৃহস্পতিবার কলকাতার তাপমাত্রা ২ ডিগ্রির বেশি নামলেও, তা ছিল স্বাভাবিকের ওপরে। তবে ধীরে ধীরে উত্তরে হাওয়ার দাপট বাড়বে। এমনটাই জানাল, আলিপুর আবহাওয়া দফতর।
আবহাওয়া দফতর আরও জানিয়েছে, আগামী ৪ ডিসেম্বর নাগাদ দক্ষিণ আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে। তার প্রভাবে পরবর্তী ২৪ ঘন্টায় ওই এলাকায় একটি নিম্নচাপও তৈরি হতে পারে। যার ফলে আগামী ৫ ডিসেম্বর থেকে হালকা অথবা মাঝারি এবং কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে।
বৃহস্পতিবার কলকাতা ও আশপাশের এলাকার আকাশ পরিষ্কার ছিল। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩০ ও ১৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯২ শতাংশ।
next post