রামপুরহাট: গত ২১ মার্চ উপপ্রধান ভাদু শেখ খুনের পরে বগটুই গ্রামে একের পর এক বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনার তদন্তে ২২ মার্চ সিট গঠন করে রাজ্য সরকার। পরে উচ্চ আদালতের নির্দেশে বগটুই গণহত্যা-কাণ্ডের তদন্তের দায়িত্ব পায় সিবিআই।
সোমবার রামপুরহাট আদালতে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিল সিবিআই। গণহত্যাকাণ্ডে আরও ৮ জনের নাম যোগ করা হল এই চার্জশিটে। এর আগে ১৬ জনের নামে চার্জশিট জমা পড়েছিল। ফলে মোট ২৪ জনের বিরুদ্ধে চার্জশিট জমা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।
নতুন করে যে ৮ জনের নাম রয়েছে, তারা হল- জামিরুল শেখ, কাইরুল শেখ, আসিফ শেখ, বুলু শেখ, বিকির আলি, নুর আলি, শের আলি ওরফে কালো এবং জোসিফ হোসেন।
বগটুই গণহত্যা-কাণ্ডের তদন্তভার হাতে নেওয়ার পরই ৩০ জনকে গ্রেফতার করেছিল সিবিআই। সূত্রের খবর, অভিযুক্তরা সকলেই শাসক দলের সঙ্গে জড়িত। যদিও এই বিষয়ে তৃণমূলের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
previous post