April 16, 2025
উত্তর সম্পাদকীয়

বগটুই কাণ্ড নিয়ে চিত্রনাট্য তৈরি

শঙ্কর মণ্ডল

চিত্রনাট্য তৈরি। তা বোঝা যাচ্ছে বগটুই কাণ্ডে। বিশেষ করে লালন সেখের স্ত্রী যখন গরগর করে বলে দিচ্ছে ভারপ্রাপ্ত সিবিআইয়ের তিনজন অফিসারের নাম। আর বিক্ষোভ এমনভাবে হল এবং পুলিশ যেভাবে এই বিক্ষোভ হতে দিল, তা থেকে এটাই প্রমাণ করে, যে এই বিক্ষোভ সম্পূর্ণ সংগঠিত। এটা কখনোই স্বতস্ফুর্ত নয়। সেটা বিভিন্ন বিক্ষোভ নিয়ে গবেষণা করতে জানলে তাদেরকে এর জন্য সর্বশেষ ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই। আর ফিরহাদ হাকিম তো মারাত্মক কথা বলছেন, সেটা হল নিরীহ লোককে গ্রেফতার করছে সিবিআই। তার মানে লালন সেখ তাহলে নিরীহ লোক? না! আমি লালন সেখের মৃত্যুকে সমর্থন করছি না, এর জন্য সিবিআই তার দায় এড়িয়ে যেতে পারে না।

এই বিষয়ে একটা গভীর চক্রান্ত কাজ করছে আর সিবিআই সেই চক্রান্ত ব্যর্থ করতে পারে নি। তৃণমূল এখন এই বিষয়টিকে নিয়ে পাতি রাজনীতি করতে নেমে পড়েছে। গ্রামবাসীর মুখোশ পরিয়ে তৃণমূলীদের দিয়ে বিক্ষোভ করানো থেকে শুরু করে লালনের স্ত্রীকে দিয়ে যে বয়ান পেশ ও এফআইআর করানো হল, তা কোনওভাবেই সাধারণ বিষয় নয়।

অপেক্ষায় রইলাম আগামী তদন্তের দিকে। তবে রাজ্যের কারামন্ত্রী অখিল গিরির অসুখে মারা যাওয়ার তত্ত্ব কী করে এড়িয়ে যাওয়া যাবে? তাহলে অখিল গিরির ভবিষ্যত কী? আর লালন সেখের স্ত্রী ৫০ লক্ষ টাকা ঘুষ চেয়েছে সিবিআই বলে যে বিবৃতি দিল, সেটা অত্যন্ত ভয়ঙ্কর। এর পেছনেও তৃণমূলের হাত আছে বলেই মনে হয়। আর কাষ্টডিতে মৃত্যু কিন্তু এই রাজ্যে প্রথম নয়। অগণিত উদাহরণ আছে।

যাইহোক, আপাতত এই প্রসঙ্গে আলোচনা স্থগিত রেখে দেশের সার্বভৌমত্বের প্রশ্নে একটু আলোকপাত করা যাক। হ্যাঁ, আমি চীনের ষড়যন্ত্রের বিরুদ্ধে অসীম সাহসী ভারতীয় সেনাকে কুর্নিশ জানাতে চাই। আসলে আমাদের প্রতিবেশী দেশ চীন, পাকিস্তান এমনকি বাংলাদেশও ভারতের থেকে যতই সহযোগিতা পাক না কেন, ওদের ভারতের ক্ষতি করাই মূল উদ্দেশ্য। আর সবচেয়ে দুর্ভাগ্যজনক হল এই চীন, পাকিস্তান ও বাংলাদেশের চর আমাদের দেশের জনগনের মধ্যেই রয়েছে।

আরও চাঞ্চল্যকর হল, এরা অধিকাংশই সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত। হ্যাঁ, এদের বেশিরভাগই এদেশের কমিউনিস্টরা। আর বর্তমানে তৃণমূল কংগ্রেস এদের এজেন্সি নিয়েছে। তা বারবার বিভিন্ন বিস্ফোরণ ও পুলিশের অযোগ্যতার মাধ্যমে এই অভিযোগ যথেষ্ট শক্তিশালী করে তুলেছে। আর আমাদের ধীর বিশ্বাস, এই প্রবল অশুভ শক্তির বিরুদ্ধে সনাতনী ঐক্যই একমাত্র সঠিক পদক্ষেপ।

[ বিশেষ দ্রষ্টব্য: লেখক সংযুক্ত হিন্দুফ্রন্টের সভাপতি। মতামত ব্যক্তিগত। আমাদের এই পাতায় আপনিও আপনার স্বাধীন মতামত তুলে ধরতে পারেন। লেখা ইউনিকোড ফন্টে টাইপ করে ই-মেল করুন: sangbadkolkata@gmail.com ]

Related posts

Leave a Comment