27 C
Kolkata
August 1, 2025
টিভি-ও-সিনেমা দেশ

বক্স অফিস কাঁপাচ্ছে টাইগার-৩, তিনদিনে আয় দেড়শো কোটি

সুভাষ পাল, ১৪ নভেম্বর: দেওয়ালিতে মুক্তির পর বক্স অফিস কাঁপাচ্ছে টাইগার থ্রী। প্রথম তিন দিনেই ব্যবসা প্রায় দেড়শো কোটি। প্রথম দুই দিনেই ব্যবসা ১০০ কোটির গন্ডি টপকেছে সলমন খান ও ক্যাটরিনা কাইফ অভিনীত এই ছবি। সূত্রের খবর, মুক্তির প্রথম দিনেই আয় ৪৪.৫ কোটি। দ্বিতীয় দিনে আরও ৫৭.৫২ কোটি টাকার ব্যবসা করেছে ব্লক বাস্টার এই সিনেমা। অর্থাৎ এই দুই দিনে আয় হয়েছে ১০২ কোটি টাকার ওপরে। দেশজুড়ে এই ছবি ঘিরে সিনেমাপ্রেমীদের উন্মাদনার শেষ নেই। মনীশ শর্মা পরিচালিত এই সিনেমার টানে হলে দর্শকদের ভিড় ক্রমশ বাড়ছে। তৃতীয় দিনের সঠিক হিসাব এখনও প্রকাশ্যে না এলেও, সূত্রের খবর মঙ্গলবারের আজ আয় ধরলে রোজগার প্রায় দেড়শো কোটি টাকা। স্পাই ইউনিভার্সের অর্ন্তগত যশ রাজ ফিল্মসের এই ছবি বক্স অফিসের পুরনো অনেক রেকর্ড ভেঙে দিয়ে নতুন নজির সৃষ্টি করতে চলেছে। প্রধান চরিত্রে সলমন ও ক্যাটরিনা কাইফ ছাড়াও ছবির অন্যতম আকর্ষণ ইমরান হাশমি, ঋদ্ধি ডোগরা, শাহরুখ খান ও হৃত্বিক রোশন।

Related posts

Leave a Comment