23 C
Kolkata
December 23, 2024
খেলা বিদেশ

বক্সার আর্ডি ডেম্বোর অকাল মৃত্যু

ফ্লোরিড়া: তিন সপ্তাহ ধরে কোমায় ছিলেন৷ ২৭ বছর বয়সি বক্সার আর্ডি ডেম্বোর মৃতু্য হল শনিবার৷ আফ্রিকার এই হেভিওয়েট বক্সার ফ্লোরিডায় একটি লড়াইয়ে নক আউট হয়েছিলেন৷ বেশ কয়েক মিনিটের জন্য জ্ঞান ছিল না তাঁর৷ তার পরেই হাসপাতালে ভর্তি করানো হয়েছিল৷ তখন থেকেই কোমায় ছিলেন ডেম্বো৷

ডেম্বোর পরিবারকে সাহায্য করার জন্য আর্থিক সহযোগিতা চাওয়া হচ্ছে। চাঁদা তুলছে একটি সংস্থা। যে পরিমাণ অর্থ সেখান থেকে পাওয়া যাবে, সেই সমান অর্থ দেবেন টিম কম্বাট লিগ কর্তৃপক্ষ। তবে সর্বোচ্চ ২৫ হাজার মার্কিন ডলারের মতো দেবেন তারা। তার বেশি চাঁদা উঠলেও ওই অর্থই দেওয়া হবে। ডেম্বোর দুই সন্তান। তাদের ভবিষ্যতের কথা ভেবেই এই অর্থ সংগ্রহ করা হচ্ছে।

নেস্টস স্যান্টানার বিরুদ্ধে ম্যাচ ছিল ডেম্বোর৷ তিন সপ্তাহ আগে সেই ম্যাচেই নক হয়েছিলেন তিনি৷ টিম কম্বাট লিগে খেলছিলেন তাঁরা৷ ডেম্বোর মৃতু্যতে শোকাহত বক্সারমহল৷ প্রতিযোগিতার আয়োজকদের তরফে বলা হয়েছে, “৫ এপ্রিল টিম কম্বাট লিগের একটি ম্যাচে নক আউট হয়েছিলেন ডেম্বো৷ কঙ্গো দেশের এই বক্সারের মৃতু্যতে আমরা শোকাহত৷ মৃতু্যর আগে পর্যন্ত কোমায় ছিলেন তিনি৷”

Related posts

Leave a Comment