24 C
Kolkata
December 26, 2024
জেলা

বক্রেশ্বরে পর্যটকদের ভিড়

সংকল্প দে, বক্রেশ্বর: ইতিমধ্যেই বঙ্গে শীতের আমেজ পড়ে গিয়েছে। ডিসেম্বর মাস শেষ হতে আর মাত্র কয়েকটা দিন বাকি। সাজো সাজো রবে সেজে উঠেছে গোটা রাজ্য। কারণ নতুন বছর পড়তে আর মাত্র কয়েকটা দিন। আর বাঙালি সেই অপেক্ষায় দিন গুনছে। পালাক্রমে ছয়টি ঋতু এসে প্রকৃতিকে নব রূপে সাজিয়ে তোলে। সৌন্দর্যের পসরা সাজিয়ে তারা আসে আর যায়। প্রকৃতিকে কুয়াশার চাদরে জড়িয়ে আবির্ভাব ঘটে শীতকালের। গ্রাম কিংবা শহর সব জায়গাতেই এক ভিন্ন আমেজ তৈরি হয়। আর এই শীতকালেই ঘুরতে যাওয়া থেকে শুরু করে। আবার নানা ভ্রমণ পিপাসু মানুষ বহির্মুখী হয়ে যায়।

প্রতি বছরের মতো এবছরও বীরভূমের বক্রেশ্বর ধামের প্রতি বরাবরই তীর্থযাত্রীদের বিশেষ আকর্ষণ লক্ষ করা যায়। পুণ্যার্থীদের ঢল থাকে চোখে পড়ার মতো। পুজো প্রাঙ্গনে বক্রেশ্বরে টুরিস্ট গাড়িগুলি ভর্তি করে লোক আসছেন মন্দির দর্শন করবার জন্য। ছেলে ও মেয়েদের জন্য পৃথক পৃথক গরম জলের ঘাট রয়েছে। সেখানে পূর্ণ স্নান করে মন্দিরে গিয়ে পূজো দিচ্ছেন সকলেই। বক্রেশ্বরে ভৈরব মন্দির ও সতীপিঠে প্রচুর তীর্থযাত্রীদের সমাগম লক্ষ্য করা যাচ্ছে প্রতি বছরের মতো।

Related posts

Leave a Comment