বিশ্বের প্রথম ১০টি মুদ্রার তালিকায় স্থান পেল না ভারতীয় টাকা। গতকাল বুধবার ফোর্বস ইন্ডিয়া বিশ্বের প্রথম ১০টি শক্তিশালী মুদ্রার তালিকা প্রকাশ করেছে। সেখানে টাকার স্থান হয়নি। সেই তালিকায় মার্কিন মুদ্রার মানও নেমে গেছে অনেক নিচে। প্রথম, দ্বিতীয় তো দূরের কথা, ১০ম স্থানে ঠাঁই পেয়েছে মার্কিন ডলার। ফোর্বসের তালিকায় প্রথম স্থানে রয়েছে কুয়েতি দিনার (কেডব্লুডি)। এরপর রয়েছে বাহরাইনি দিনার (বিএইচডি)।
অন্যদিকে আইএমএফের ওয়েবসাইটে ভারতীয় মুদ্রা টাকার স্থান হয়েছে ১৫তম স্থানে। সেখানে ভারতীয় মুদ্রা টাকাকে পঞ্চদশ গুরুত্বপূর্ণ মুদ্রা বলে উল্লেখ করা হয়েছে। কিন্তু কিসের ওপর ভিত্তি করে মুদ্রার নির্ধারণ করা হয়? মূলত কোনও দেশের আর্থিক স্থিতিশীলতার উপর মুদ্রার মান বা শক্তি নির্ভর করে। এমনটাই বিশ্লেষণ করেছে ফোর্বস। কুয়েতের বিপুল তৈল ভাণ্ডার দেশের আর্থিক ভিত্তি সুদৃঢ় করেছে। শক্তিশালী মুদ্রা কোনও দেশের আর্থিক সুস্বাস্থ্যের পরিচায়ক। আর্থিক ক্ষেত্রে কোনও বিপর্যয় এলে দেশটি কতটা সামলাতে পারবে, মুদ্রার র্যাঙ্কিং থেকে তার ইঙ্গিত পাওয়া যায়।