23 C
Kolkata
December 23, 2024
দেশ

ফেসবুক স্ট্যাটাস দিয়ে রাজনগরে এক যুবকের আত্মহত্যা

বীরভূমের রাজনগর: ফেসবুক স্ট্যাটাস দিয়ে রাজনগরের আরালী গ্রামের এক যুবকের গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার ঘটনা ঘটলো। পরিবার সূত্রে জানা গিয়েছে, সন্দীপ বাগদি নামে বছর 22 এর ওই যুবক প্রতিদিনের মতো গত শুক্রবার রাত্রেও নিজের রুমে শুয়েছিলেন। শনিবার ভোরে পরিবারের অন্যান্য সদস্যরা নিজের নিজের কাজে বেরোনোর যাওয়ার জন্য জেগে ওঠে দেখেন বাড়ির ভেতরে সিলিং ফ্যানে গামছা জড়িয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ওই যুবক ঝুলছে। এরপর রাজনগর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ওই যুবককে নিয়ে আসা হলে সেখানে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এরপর রাজনগর থানার পুলিশের পক্ষ থেকে দেহ ময়নাতদন্তের জন্য সিউড়ি সদর হাসপাতাল পাঠানো হয়। শুক্রবার রাত্রে মৃত ওই যুবক তার ফেসবুক স্ট্যাটাসে লেখে ‘আমি চলে যাচ্ছি সবাই ভালো থেকো’। এরপরই আজ শনিবার সকালে তার দেহ উদ্ধার হয়।

Related posts

Leave a Comment