অভিজিৎ হাজরা, বাগনান, হাওড়া: গ্ৰামীণ হাওড়া জেলার বাগনান বিধানসভা তথা বাগনান থানার খালোড় গ্ৰামের বাসিন্দা সৌরভ সামন্ত নিজের বাড়ির ছাদে ২৫০ এমএল কফি কাপ দিয়ে তাঁর প্রিয় ফুটবলার মেসির পোট্রেট এঁকেছিল বিশ্বকাপের সময়ে।
এবার সৌরভ তাঁর প্রিয় সংগীত শিল্পী অরিজিৎ সিং-এর জম্মদিন উপলক্ষে নিজের বাড়ির ছাদে ফেলে দেওয়া ছিট কাপড় দিয়ে শিল্পীর পোট্রেট এঁকেছেন।
অরিজিৎ সিং সৌরভের পছন্দের সংগীত শিল্পী। সারাদিনই তাঁর গানই শোনেন। অরিজিৎ সিং-এর ৩৬তম জন্মদিনে গায়ককে শ্রদ্ধা জানাতে সৌরভ নিজের বাড়ির ছাদে ফেলে দেওয়া কাটা ছিট কাপড় দিয়ে শিল্পীর পোট্রেট এঁকেছেন। ছয় থেকে সাত দিন অক্লান্ত পরিশ্রম করে এই পোট্রেট এঁকেছেন সৌরভ।
এই বিষয়ে সৌরভ বলেন, ‘আমি অরিজিৎ সিং-এর গান শুনতে ভালোবাসি। সারাদিনই আমি তাঁর গান শুনি। তাই আমার পছন্দের শিল্পী অরিজিৎ সিং-এর জম্মদিনে ফেলে দেওয়া ছিট কাপড় দিয়ে শিল্পীর পোট্রেট এঁকে শিল্পীকে শ্রদ্ধা জানালাম।
previous post