22 C
Kolkata
January 15, 2025
দেশ বিদেশ

ফের ভিসার নিয়মে বদল আনল ব্রিটেন

লন্ডন, ১৬ এপ্রিল: ব্রিটেনে ফের ভিসার নিয়মে বদল আনলেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। কঠোর করা হল কর্মপ্রার্থীদের ভিসা পাওয়ার শর্ত। এর আগে অভিবাসন কমাতে ভিসা নীতিতে কিছু বিশেষ পরিবর্তন আনে ব্রিটেন। সেদেশে বিভিন্ন ধরণের ভিসার জন্য ন্যূনতম আয়ের সীমা বাড়ানো হয়। এবার কোপ পড়ল কর্মপ্রার্থীদের ক্ষেত্রে। আগে কর্মপ্রার্থীদের ভিসার ক্ষেত্রে চাকরিতে ন্যূনতম বেতন দেড় গুণ করা হয়েছে। অর্থাৎ আগে চাকরিতে ন্যূনতম বেতনসীমা ছিল ২৬ হাজার ২০০ পাউন্ড। এখন সেই ন্যূনতম বেতন সীমা করা হয়েছে ৩৮ হাজার ৭০০ পাউন্ড। গত ১১ এপ্রিল থেকে ঋষি সুনাকের নেতৃত্বাধীন সরকার এই নিয়ম কার্যকর করেছে। এছাড়া ব্রিটেনের নতুন নীতি অনুসারে ফ্যামিলি ভিসা ও স্টুডেন্ট ভিসার ক্ষেত্রেও এই নিয়ম সংশোধন করা হয়েছে।
২০২৩ সালে ব্রিটেন সরকার ৪ লক্ষ ৮৬ হাজার ১০৭ জন বিদেশি পড়ুয়ার ভিসা মঞ্জুর করে। এই পড়ুয়াদের একটা বড় অংশ ছিল ভারত ও চীন। সম্প্রতি পরিসংখ্যান দপ্তরের তথ্য অনুযায়ী, ব্রিটেনের বর্তমান অভিবাসীদের মধ্যে সিংহভাগ ভারতীয়। এরপরই রয়েছে নাইজেরিয়ান ও চীনা নাগরিকরা। ফলে সুনাক সরকারের নতুন ভিসা নীতিতে সমস্যায় পড়বেন ভারতীয়দের একাংশ।
প্রসঙ্গত ব্রিটেনে অভিবাসন কাঠামোর বিভিন্ন মানদণ্ড থাকে। যা মূলত ‘পয়েন্ট বেসড সিস্টেম’-এ নির্ধারণ করা হয়। চাকরির অফার, ইংরেজি ভাষার দক্ষতা এবং শিক্ষাগত যোগ্যতার ওপর ভিত্তি করে এই পয়েন্ট বরাদ্দ হয়। এই নিয়ম অনুসারে একজন আবেদনকারীকে ভিসা পেতে গেলে ৭০ পয়েন্ট অর্জন করতে হয়। এক্ষেত্রে ন্যূনতম বেতনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

Related posts

Leave a Comment