লন্ডন, ২৮ ফেব্রুয়ারি: কোম্পানির ব্যয় সংকোচ করে স্বমহিমায় ফিরলেন ধনকুবের এলন মাস্ক। ফের বিশ্বের সেরা ধনীর তালিকায় শীর্ষে চলে এলেন ট্যুইটার কর্তা। টেসলার শেয়ার দর বাড়তেই বাড়ল তাঁর সম্পত্তির পরিমাণ। বর্তমানে তাঁর সম্পত্তির মোট মূল্য ১৮৭ বিলিয়ন ডলার। দুই মাস আগে তাঁর সম্পত্তির মূল্য ছিল ১৩৭ বিলিয়ন মার্কিন ডলার।
২০২১ সালে তিনি বিশ্বের ধনীদের তালিকায় প্রথম হলেও গত বছর ডিসেম্বর মাসে টেসলার শেয়ার দরে পতন ঘটে। ফলে তিনি বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় দ্বিতীয় স্থানে নেমে যান। তাঁর প্রথম স্থান দখল করে লুইস ভিটনের সিইও বার্নাড আরনল্ট। আজ শেয়ারের দর বাড়তেই নিজের হারানো স্থান ফিরে পেলেন টেসলা মোটরস তথা স্পেস এক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা। ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী এমনটাই জানা গিয়েছে।
previous post