ফের প্রোমোটারদের দাদাগিরি। সরকারি কালভার্ট বন্ধ করে দেওয়ায় অল্প বৃষ্টিতেই বানভাসি হল বাঁকুড়া শহর লাগোয়া বিস্তীর্ণ এলাকা। বিষয়টি স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে জেলা শাসক স্তরে বারেবারে জানিয়েও লাভ হয়নি। অগত্যা কোথাও এক হাঁটু আবার কোথাও তারো বেশি গভীর জলে ভাসছে এলাকা।
বাঁকুড়া শহরের কাটজুড়িডাঙ্গা সংলগ্ন রবীন্দ্র পল্লী ও বিদ্যাসাগর পল্লী এলাকা এমনিতেই নিচু এলাকা হিসাবে পরিচিত। এই এলাকাগুলি দিয়ে রবীন্দ্র পল্লী, বিদ্যাসাগর পল্লী ছাড়াও কাটজুড়িডাঙ্গা ও শালবনি এলাকার জল বয়ে যায় নিচের দিকে। জল বয়ে যাওয়ার জন্য বাঁকুড়া পুরুলিয়া রাস্তার নিচে রয়েছে একটি কালভার্ট। সেই কালভার্ট দিয়েই এতদিন জল রস্তার অপর পার দিয়ে বয়ে যেত নিচের দিকে। সম্প্রতি ওই কালভার্ট সংলগ্ন জমিতে প্রোমোটিং শুরু করে প্রোমোটাররা। অভিযোগ প্রোমোটিং শুরু হতেই কালভার্টের মুখ মাটি ও পাথর দিয়ে পুরোপুরি বন্ধ করে দেয় প্রোমোটাররা। স্বাভাবিকভাবেই এলাকার নিকাশি ব্যবস্থা ভেঙে পড়ে। অল্প বৃষ্টিতেই বিভিন্ন এলাকার জল গড়িয়ে এসে জমতে শুরু করে রবীন্দ্র পল্লী ও বিদ্যাসাগর পল্লী এলাকায়। ফলে বানভাসি অবস্থা গোটা এলাকায়। বর্ষার শুরুতেই এলাকায় জল জমে যাওয়ায় মশা মাছির উপদ্রব বাড়ছে। এই অবস্থায় ডেঙ্গির সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা করছেন এলাকাবাসী। প্রোমোটারদের এই দাদাগিরির প্রতিবাদে এলাকাবাসী বারেবারে অভিযোগ জানিয়েছেন স্থানীয় গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি, ব্লক প্রশাসন এমনকি জেলা শাসককেও। কিন্তু কোনো তরফেই মেলেনি সুরাহা। বাঁকুড়া জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষর দাবী বিষয়টি তাঁর জানা নেই। দ্রুত পদক্ষেপের জন্য স্থানীয় পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিকে নির্দেশ দেওয়া হবে।