April 15, 2025
Featured

ফের  নিউ ইয়র্ক নাইট ক্লাবে তিন আততায়ীর হামলায় আহত ১০

নিউ ইয়র্ক— ফের রক্তাক্ত মার্কিন মার্কিন মুলুক। নিউ অর্লিন্স শহরের পর নিউ ইয়র্ক শহরের বুকে এক নাইট ক্লাবে এলোপাথাড়ি গুলি চালিয়ে কমপক্ষে ১০ জনকে আহত করলো তিন আততায়ী। গোটা ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্তের এখনও খোঁজ পাওয়া যায়নি।

জানা গিয়েছে, বুধবার রাত ১১টা ২০ মিনিট নাগাদ নিউ ইয়র্কের কুইন্সে অ্যামাজুরা নাইটক্লাবে গুলি চলে। বন্দুকবাজ নাইটক্লাবে ঢুকে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। আহত হন কমপক্ষে ১০ জন। নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট জানিয়েছে, আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের মধ্যে কেউ সঙ্কটজনক নয়। সূত্রের খবর, অ্যামাজুরা ক্লাব নামক এই নাইটক্লাবে নিয়মিত ডিজে ও লাইভ পারফরম্যান্সের আয়োজন করা হত।

বুধবার এক গ্যাংয়ের প্রয়াত সদস্যের স্মরণে প্রাইভেট পার্টি রাখা হয়েছিল। সেই পার্টিতে শতাধিক আমন্ত্রিত উপস্থিত ছিলেন। আনুমানিক ৮০ জন বাইরে অপেক্ষা করছিলেন ক্লাবে ঢোকার জন্য। আচমকাই ভিতর থেকে গুলির শব্দ পাওয়া যায়। প্রত্যক্ষদর্শী কারও কারও মতে, তিন জন আততায়ী ছিলেন। তাঁদের সকলেরই খোঁজ চলছে।

Related posts

Leave a Comment