‘কুলি’ সিনেমার পর প্রজেক্ট-কে, ফের অ্যাকশন দৃশ্যের শ্যুটিংয়ে দুর্ঘটনার কবলে বলিউড শাহেনশা অমিতাভ বচ্চন
হায়দরাবাদ: ‘কুলি’ সিনেমার পর ফের প্রোজেক্ট কে-র অ্যাকশন দৃশ্যে শ্যুটিং করতে গিয়ে গুরুতর চোট পেলেন বলিউড শাহেনশা অমিতাভ বচ্চন। অমিতাভের সঙ্গে এই সিনেমায় প্রধান চরিত্রে রয়েছেন দীপিকা পাডুকোন ও প্রভাস। সম্প্রতি জোরকদমে হায়দরাবাদে চলছে তাঁর শ্যুটিং। বিগ বি আজ নিজের ব্লগেই এই দুর্ঘটনার কথা উল্লেখ করেছেন।
তাঁর পাঁজরের একটি হাঁড় ভেঙে গিয়েছে বলে তিনি ভক্তদের জানিয়েছেন। নড়াচড়া করতে, এমনকি শ্বাস-প্রশ্বাস নিতেও অসুবিধা হচ্ছে। ডাক্তারের পরামর্শে আপাতত বিশ্রামে আছেন ‘বিগ বি’। বন্ধ রয়েছে সমস্ত শ্যুটিংয়ের কাজ। তাঁর অন্যান্য কর্মসূচিও স্থগিত রাখা হয়েছে। সিটি স্ক্যান করার পর হায়দরাবাদে ফিরে এসেছেন তিনি। সুস্থ হতে এখনও এক সপ্তাহ সময় লাগবে। এমনটাই জানিয়েছেন চিকিৎসকরা। শরীরের একাধিক জায়গায় ব্যথা রয়েছে। এজন্য তিনি ব্যথার ওষুধ খাচ্ছেন বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত, ৮০ বছরের কাছে বয়স হতে চললেও এখনও সমানতালে অ্যাকশন দৃশ্যে শ্যুটিংয়ের ঝুঁকি নেন অমিতাভ বচ্চন। এর আগে আশির দশকে ‘কুলি’ সিনেমায় কোনওরকম ডামির সহযোগিতা না নিয়ে অ্যাকশন দৃশ্যে শ্যুটিং করতে গিয়ে গুরুতর আঘাত পান বচ্চন। তাঁকে সুস্থ করতে সহযোগীতায় এগিয়ে এসেছিলেন তাঁর ঘনিষ্ঠ বন্ধু রাজীব গান্ধী। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রীর সহযোগিতায় সেবার বড়জোর প্রাণে বেঁচে গিয়েছিলেন তিনি। মা তেজি বচ্চন ইন্দিরা গান্ধীর ঘনিষ্ঠ বান্ধবী ছিলেন। সেজন্য বচ্চন ও গান্ধী পরিবারের মধ্যে দীর্ঘদিনের সখ্যতা গড়ে ওঠে। শোনা যায়, সেই দুর্ঘটনার সময় গান্ধী পরিবারের ঘনিষ্ঠ ও বন্ধু অমিতাভ বচ্চনকে নিজের অঙ্গ দান করে বাঁচিয়ে তুলেছিলেন রাজীব গান্ধী।