24 C
Kolkata
April 18, 2025
রাজ্য

ফের ডুয়ার্সের আইবিল চা বাগানে উদ্ধার চিতাবাঘের দেহ, উদ্বিগ্ন বনদপ্তর

জলপাইগুড়ি : পূর্ণবয়স্ক চিতাবাঘের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য মেটেলি ব্লকের আইবিল চা বাগানে। মঙ্গলবার বাগানের মেইন ডিভিশনের ১৬ নম্বর সেকশনের একটি নালা থেকে উদ্ধার হয় চিতাবাঘের দেহটি। খবর চাউর হতেই ঘটনাস্থলে ভিড় জমান বাগানের চা শ্রমিকরা। খবর দেওয়া হয় বনদপ্তর এর খুনিয়া স্কোয়াডে।জানা যায় এদিন বাগানের চা শ্রমিকরা ১৬ নম্বর সেকশনে কাজ করতে এসে দেখেন চিতাবাঘের দেহ পড়ে রয়েছে নালায়। এরপরই বনদপ্তরকে খবর দেওয়া হয়।চিতাবাঘের দেহ উদ্ধার করে লাটাগুড়ি প্রকৃতিবীক্ষণ কেন্দ্রে নিয়ে যাওয়া হবে। সেখানেই ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।

Related posts

Leave a Comment