সংবাদ কলকাতা: করোনার রেশ এখনও কাটিয়ে উঠতে পারেনি বিশ্ববাসী। এরই মধ্যে ফের অশনি সংকেত। ফের নতুন করে বাড়তে পারে করোনা ভাইরাসের দাপট। ফলে করোনা মোকাবিলায় পদক্ষেপ নিতে রাজ্যগুলিকে চিঠি দিল কেন্দ্র।
রাজ্যগুলিকে পাঠানো চিঠিতে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ লিখেছেন, ‘‘চিন, জাপান, আমেরিকা, কোরিয়া, ব্রাজিলে আচমকা করোনায় সংক্রমিতের সংখ্যা বাড়ছে। তাই আক্রান্তদের জিনোম সিকোয়েন্সে জোর দিতে হবে। যাতে করোনার প্রজাতিকে নজরে রাখা যায়।’’
প্রসঙ্গত, মঙ্গলবার বেজিংয়ে করোনা আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে বলে খবর। ফলে নতুন করে উদ্বেগ বাড়ছে ভারতে। এমনকি আন্তর্জাতিক স্তরে উদ্বেগের বিষয় বলে জানিয়েছে আমেরিকা।
যদিও কেন্দ্রীয় সরকারের একটি প্যানেল জানিয়েছে যে, চিনের করোনা সংক্রমণ বাড়লেও এ নিয়ে ভারতের আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। তবে চিনের করোনা পরিস্থিতির উপর নজর রাখছে ভারত।