November 1, 2025
বাংলাদেশ বিদেশ

ফের উত্তাল বাংলাদেশ, সহিংসতায় ৩২ শিশুর মৃত্যু, দাবি ইউনিসেফের

ফাইল চিত্র

ঢাকা, ৩ আগস্ট:  শুক্রবারের পর শনিবার। বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলনে ফের অশান্তি অব্যাহত। ইতিমধ্যে গুলিবিদ্ধ হয়েছেন ৭জন। জখমের সংখ্যা ৫০জন ছাড়িয়ে গিয়েছে। কুমিল্লা, বগুড়া, ঢাকা সহ একাধিক জায়গায় এই সংঘর্ষের খবর মিলেছে। দেশে শান্তি ফেরাতে আন্দোলনকারীদের ফের আলোচনায় বসার প্রস্তাব দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু, তারা সেই প্রস্তাব প্রত্যাখান করেছে। আন্দোলনকারীরা অবিলম্বে সরকারের পদত্যাগ দাবি করে সংরক্ষণ বিরোধী পড়ুয়াদের যৌথ মঞ্চ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সামিল হয়েছে।

এরফলে আন্তর্জাতিক রাজনৈতিক এই কোটা বিরোধী আন্দোলনকে নিছক অজুহাত বলে মনে করছে। কার্যত হাসিনা সরকারকে পর্যুদস্ত করা এবং সরকারকে ক্ষমতাচ্যুত করায় এদের মূল উদ্দেশ্য বলে মনে করা হচ্ছে। সুপ্রিম কোর্টের রায়ের পর আন্দোলনকারীদের আর কোনও দাবি থাকতে পারে না বলে মনে করছেন অনেকে। আন্দোলনকারীরা সর্বোচ্চ আদালতের মীমাংসিত রায় মেনে না নেওয়ার পিছনে জামাত সহ বিরোধী দল বিএনপি ও অন্যান্যদের প্রচ্ছন্ন মদত রয়েছে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। আন্দোলনকারীদের বক্তব্যেও সেই ইঙ্গিত মিলেছে।

শনিবার ঢাকার কেন্দ্রীয় শহিদ মিনার থেকে সংগঠনের কো-অর্ডিনেটর নাহিদ ইসলাম জানিয়েছেন, সরকারের নির্দেশে গণহত্যা সংগঠিত হয়েছে। অবিলম্বে এই স্বৈরাচারী সরকারকে পদত্যাগ করতে হবে। একই সঙ্গে অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার গঠনের দাবি জানিয়েছে ওই সংগঠন। আজ রবিবার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলন কর্মসূচির ডাক দিয়েছে তারা।  

প্রসঙ্গত সেনা  মোতায়েন থাকার মধ্যেই কোটা আন্দোলন ঘিরে ছাত্র হত্যার বিচার ও গণগ্রেফতারের প্রতিবাদে এবং ন’দফা দাবি বাস্তবায়নে শুক্রবার রাজধানী ঢাকা আবার উত্তাল হয়ে ওঠে। দেশের বিভিন্ন স্থান থেকেও বিক্ষোভের খবর পাওয়া যায়। হবিগঞ্জে পুলিশ-বিক্ষোভকারীদের সংঘর্ষের মধ্যে পড়ে একজন নিহত হয়েছেন। বিকেলে হবিগঞ্জ শহরে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মোস্তাক মিয়া। তিনি পেশায় শ্রমিক।

এদিকে বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় অন্তত ৩২ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা-ইউনিসেফ। শিশুদের মৃত্যুতে উদ্বেগ জানিয়ে ইউনিসেফের দক্ষিণ এশিয়া অঞ্চলের পরিচালক সঞ্জয় উইজেসেকেরা বলেছেন, সব সময় শিশুদের সুরক্ষিত রাখতে হবে। এটা সবার দায়িত্ব।

শুক্রবার ইউনিসেফের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ কথা বলেছেন সঞ্জয় উইজেসেকেরা। তিনি বলেন, জুলাই মাসে বিক্ষোভের সময় অন্তত ৩২ শিশু নিহত হয়েছে বলে নিশ্চিত হয়েছে ইউনিসেফ। এ ছাড়া অনেক শিশু আহত হয়েছে এবং অনেককে আটক করা হয়েছে। শিশুদের এই মৃত্যু ভয়ানক ক্ষতি। সব ধরনের সহিংসতার নিন্দা জানায় ইউনিসেফ।

অন্যদিকে আন্দোলন প্রত্যাহার করে গোয়েন্দা অফিস থেকে স্বেচ্ছায় ভিডিও বার্তা দেননি বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ক। বৃহস্পতিবার রাতে দেওয়া এক বিবৃতিতে এমনটাই জানিয়েছেন তারা। এতে বলা হয়, ‘আন্দোলন প্রত্যাহার করে ডিবি অফিস থেকে প্রচারিত ছয় সমন্বয়ককের ভিডিও স্টেটমেন্টটি আমরা স্বেচ্ছায় দিইনি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনও সিদ্ধান্ত ডিবি অফিস থেকে আসতে পারে না। সারাদেশের সকল সমন্বয়ক ও আন্দোলনকারী শিক্ষার্থীদের অংশগ্রহণ ব্যতীত কোনো সিদ্ধান্ত চূড়ান্ত বলে গৃহীত হবে না।’ তাদের এ বক্তব্য আন্দোলনে ঘৃতাহুতি দিয়েছে।

Related posts

Leave a Comment