29 C
Kolkata
August 2, 2025
রাজ্য

ফের উত্তপ্ত শান্তিনিকেতন, মারধর, বচসা

প্রিয়াশ্রী খাঙ্গার ও সংকল্প দে, বীরভূম: ফের উত্তপ্ত শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় চত্বর। গতকাল ছাত্রছাত্রীদের সঙ্গে মারধরের ঘটনার পর আজ প্রতিবাদস্বরূপ সন্ধ্যের সময় ছাত্র-ছাত্রীরা একটা মশাল মিছিল বের করেন। দীর্ঘদিন আন্দোলনকে হাতিয়ার করে ছাত্র-ছাত্রীরা দাবি করছেন, উপাচার্য তাঁদের সঙ্গে কথা বলুন। তিনি কেন এই বিষয়ে কর্ণপাত করছেন না? বৃহস্পতিবার সন্ধ্যায় ফের ব্যানার লাগাতে গিয়ে নিরাপত্তারক্ষীদের সঙ্গে ছাত্র-ছাত্রীরা বচসায় জড়িয়ে পড়েন। এদিন পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে হাজির হয় বোলপুর থানার পুলিশ।

তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি মীনাক্ষী ভট্টাচার্য বলেন, আমরা দীর্ঘদিন ধরে সমস্যায় পড়েছি। সেই সমস্যা সমাধানের জন্য উপাচার্যের কাছে বারবার আমাদের সঙ্গে কথা বলবার আবেদন জানিয়েছি। কিন্তু, উনি কিছুতেই আমাদের সঙ্গে কথা বলতে চাইছেন না। কালকের ঘটনার পরে ছাত্রছাত্রীরা আজকে প্রতিবাদস্বরূপ মশাল মিছিল করেছে। আমরা যে কথাগুলো উনাকে বলতে চেয়েছি, সেই কথাগুলো ব্যানারের মাধ্যমে লিখিত আকারে উপাচার্যের বাড়ির সামনের গেটে লাগিয়ে দিতে চাই। তিনি সেই লেখাগুলোকে দেখে আমাদের সঙ্গে কথা বলুন।

Related posts

Leave a Comment