দিল্লি-– অবৈধ বাংলাদেশি ধরতে মহারাষ্ট্রে অভিযান জোরদার করলো পুলিশের সন্ত্রাসদমন শাখা। তাদের অভিযানে গ্রেপ্তার হয়েছেন ৯ জন অবৈধ বাংলাদেশি। এই নিয়ে ডিসেম্বর মাসে মহারাষ্ট্র এটিএসের হাতে মোট ৪৩ জন বাংলাদেশিকে গ্রেপ্তার হলো। এই বিষয়ে রুজু করা হয়েছে ১৯টি পৃথক মামলা। সম্প্রতি মুম্বই, ঠাণে, নাসিক-সহ মহারাষ্ট্রের বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে অবৈধ বাংলাদেশিদের হাতেনাতে ধরেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, গত চারদিনে মুম্বই, ছত্রপতি শম্ভাজিনগর নাসিক এবং নান্দের বাড়ি বাড়ি অভিযান চালিয়েছেন তাঁরা। ওই অভিযানেই তাঁদের হাতে ধরা পড়েছে ৯ জন বাংলাদেশি।
ধৃতদের মধ্যে এক মহিলাও রয়েছেন। এ দেশে থাকার বৈধ নথি তাঁরা দেখাতে পারেনি তাঁরা। ফলে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের কাছ থেকে জাল আধার কার্ড পাওয়া গিয়েছে। মহারাষ্ট্রের পাশাপাশি দিল্লিতেও চলছে অভিযান। সেখানেও পুলিশের হাতে ধরা পড়েছেন ২৫ জন বাংলাদেশি নাগরিক। তাঁরাও জাল নথিপত্র ব্যবহার করে এ দেশে থাকছিলেন বলে অভিযোগ।
তবে শুধু অবৈধ বাংলাদেশিরাই নন, তাঁদের জাল নথিপত্র তৈরি করে দেওয়া জাল চক্রের খোঁজেও তল্লাশি চালাচ্ছে পুলিশ। লাগাতার ধরপাকড় চলছে সেখানেও। অবৈধ অভিবাসী সন্দেহে আটক হওয়া ২৫ জনকে সে দেশে ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে দিল্লি পুলিশের এক আধিকারিক।
previous post
next post