31 C
Kolkata
April 16, 2025
কলকাতা

ফুলবাগানে পথ দুর্ঘটনায় ২ শিশু সহ জখম ৪

সংবাদ কলকাতা, ১৯ এপ্রিল: আজ শুক্রবার শহরের বুকে ভয়াবহ পথ দুর্ঘটনা। বিকেল ৪টা নাগাদ ফুলবাগান থানা এলাকায় এই দুর্ঘটনায় দুই শিশু সহ চারজন গুরুতর জখম হন। শিশু দুটির অবস্থা খুবই আশঙ্কাজনক। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে ধাক্কা মেরে ফুটপাথে উঠে যায়। যার ফলে ওই চারজন জখম হয়।

জানা গিয়েছে, গাড়িটি কাঁকুড়গাড়ির দিক থেকে ফুলবাগানে আসছিল। চালক আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে ধাক্কা মারে। এরপর গাড়িটি ফুটপাথে উঠে যায়। সেখানে খেলা করছিল দুটি শিশু। একটি শিশু গাড়ির তলায় চাপা পড়ে। সেখানে দাঁড়িয়ে থাকা আরও দুই ব্যক্তি আহত হন। ঘটনার পর গাড়ির চালক পালানোর চেষ্টা করে। কিন্তু পুলিশ তাকে পাকড়াও করে। ঘটনার পর বিক্ষোভে ফেটে পড়েন এলাকার মানুষজন। ক্ষিপ্ত জনতা গাড়িতে ভাঙচুর করে। ঘটনার জেরে রাস্তায় প্রচুর মানুষের জমায়েত হয়। ফলে কিছুক্ষণের জন্য রাস্তা অবরুদ্ধ হয়ে যায়।

Related posts

Leave a Comment