সংবাদ কলকাতা: জীবনের ম্যাচে হেরে গেলেন তিনবারের বিশ্বকাপ জয়ী পেলে। ফুটবল বিশ্বকে কাঁদিয়ে চিরতরে ঘুমের দেশে এই ফুটবল সম্রাট। শুক্রবার গভীর রাতে অর্থাৎ ৩০ ডিসেম্বর ভারতীয় সময় রাত ১২.৩০ নাগাদ ব্রাজিলের সাও পাওলোর অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। জানিয়েছেন পেলের ম্যানেজার জো ফ্রাগা।
দীর্ঘদিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। গত ২৯ নভেম্বর হাসপাতালে ভর্তি হন পেলে। তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন তারকা কিডনির সমস্যায় ভুগছিলেন। পাশাপাশি ক্যান্সার আক্রান্ত। ছিল হৃদযন্ত্রের সমস্যাও। শেষ পর্যন্ত জীবনের ম্যাচে হেরে গেলেন ফুটবল সম্রাট পেলে। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা বিশ্বে।
পেলেই একমাত্র ফুটবলার যিনি ৩টি বিশ্বকাপ জিতেছেন। ১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০ সালে বিশ্বকাপ জয় পেলের। ব্রাজিলের জার্সিতে ৯২ ম্যাচে ৭৭টি গোল করেছেন ফুটবল সম্রাট। ক্লাব ও দেশের হয়ে ১ হাজার ৩৬৩টি ম্যাচে ১ হাজার ২৮৩টি গোল।
previous post