সংকল্প দে, সংবাদ কলকাতা: ভারত বিশ্বকাপ ফুটবলে অংশগ্রহণ করার স্বপ্ন দেখে। এত বিপুল জনসংখ্যার দেশ হয়েও এখনও পর্যন্ত একটিবারও বিশ্বকাপ ফুটবলে অংশগ্রহণ করতে পারেনি। আসলে গোড়ায় তো রয়েছে গলদ। প্রচুর প্রতিভাবান ফুটবলার উপযুক্ত সুযোগের অভাবে হারিয়ে যাচ্ছে। যাদের ফুটবল কিট কেনার সামর্থ্য নেই, ভালো মন্দ খাবারও সামর্থ্য নেই। বাধ্য হয়ে নিজেদের আশা-আকাঙ্ক্ষাকে বলি দিতে হচ্ছে তাদের।
এদের মধ্যে একজন পৌলমী অধিকারী। বেহালার বাসিন্দা তিনি। একসময় অনূর্ধ্ব ১৬ ও অনূর্ধ্ব ১৯ জাতীয় দলে ফুটবল খেলেছে। যথেষ্ট প্রতিভাবান ফুটবলার রূপে পরিচিত ছিল পৌলমীর। ফুটবল কিট কাঁধে নিয়ে জার্মানি স্কটল্যান্ড-এর মতো দেশে খেলতে গিয়েছেন। তবে সেগুলো এখন অতীত। পরিবারে মা নেই, বাবা রয়েছে তাঁর। সংসারের চাপে নিজের আশা-আকাঙ্ক্ষাকে বিসর্জন দিয়ে, এখন তিনি জোম্যাটো সংস্থার ডেলিভারি করেন। কোনও দিন ১৫০ টাকা বা কোনও দিন ৩০০ টাকা যায় করেন তিনি।
কষ্টে কোনও রকমে সংসার চলে যায়। ইচ্ছা না থাকলেও ফুটবলার হওয়ার ইচ্ছেকে বিসর্জন দিতে হয়েছে তাঁর। পৌলমী জানান, তাঁর মতো অনেক ফুটবলার রয়েছেন, যাঁরা ভালো করে খেতে পায় না। পৌলমী আরও জানান, তাঁর মতো যেন কোনও ফুটবলারের অবস্থা না হয়। পৌলমীর লড়াইকে রীতিমত কুর্নিশ জানায় নেট দুনিয়া।