অপর্ণা সেন, সংবাদ কলকাতা: মডেল অভিনেত্রী মুগ্ধা গডসেকে দেখা যাবে বড় পর্দায়। অনুরাগ কাশ্যপের সেক্রেটারির চরিত্রে অভিনয় করবেন তিনি। ‘ফাইল নং ৩০৩’ ছবিতে দেখা যাবে এই অভিনেত্রীকে। এই ছবির শ্যুটিং গত বৃহস্পতিবার থেকেই শুরু হয়েছে। ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন অভিনেতা সুনীল শেট্টিও।
তবে এই ছবিতে অনুরাগের চরিত্রটি মুখ্য চরিত্র। যেখানে অনুরাগের সেক্রেটারি হিসাবে মুগ্ধা গডসে তাঁর ব্যবসা থেকে ব্যক্তিগত জীবন সমস্তটাই তিনি নিজে হাতে নিয়ন্ত্রণ করবেন। সিনেমা এন্টারটেইনমেন্টের ব্যানারে ছবিটি পরিচালনা করছেন কার্তিক কে। শেষবার দর্শকেরা মুগ্ধার অভিনয় ‘দ্য ব্রোকেন’ ওয়েব সিরিজএ দেখেছেন। ওই ওয়েবসিরিজটির মুখ্য ভূমিকায় ছিলেন শ্রিয়া পিলগাঁওকর, জয়দীপ আহলাওয়াট ও সোনালি বেন্দ্রে। ‘ফাইল নং ৩০৩’ ছবিতে মুগ্ধা গডসেকে দেখা যাবে দারুন সব ঝকমারি পাশ্চাত্য পোশাকে।
previous post
next post