অরবিন্দ সরকার
আন্তর্জাতিক স্বভাব কবি
বহরমপুর, মুর্শিদাবাদ
কাশিমবাজার স্টেশন লাগোয়া স্থানটি,
ইতিহাস বেঁচে আছে তার চিহ্ন নিয়ে,
নীলকর সাহেবের কুঠি রাস্তা বেয়ে,
ফাঁসি তলায় দাঁড়ায়ে রয়েছে গাছটি।
জোর করে নীলচাষে চাষী অত্যাচার,
খাদ্যফসল ফলানো চাষীদের মানা,
চাষীরা অবাধ্য হলে দলবলে হানা,
চাবুকের চাবকানি কুঠিতে বিচার।
নীল ব্যবসায় লাভ বিদেশে রপ্তানি,
চাষীদের পেটে লাথি দ্বিগুণ খাজনা,
প্রতিবাদে ফাঁসি দড়ি চাষীর পাওনা,
বিদেশি অনুশাসনে মর্যাদার হানি।
স্বৈরাচারী শাসনের দিন অবসান,
শত শহীদের রক্তে বেঁচে তীর্থস্থান।
