মুম্বই: ‘মিনিমাম’ ছবিতে সাবা আজাদকে দেখা যাবে এক ফরাসি শিক্ষকের ভূমিকায়। অভিনেত্রী ইতিমধ্যে শুটিং শেষ করে ফেলেছেন। অভিনেত্রী সাবা আজাদের নাম এই ছবিতে লরি। ছবিতে আরও যাঁরা অভিনয় করেছেন, তাঁরা হল নমিতা দাস ‘আ সুটেবল বয়’ খ্যাত রুমনা মোল্লা, ‘এক ভিলেন ‘ খ্যাত অভিনেত্রী গীতাঞ্জলি কুলকার্নি, ‘ গুল্লক’ বেলজিয়ামের পটভূমিতে এই ছবিতে তারা বিশেষ চরিত্রে অভিনয় করেছেন। জানা গিয়েছে, কিছু দিন আগেই সাবা দানিশ রেঞ্জুর ‘সং অফ প্যারাডাইস’ সিনেমার শুটিং শেষ করেছেন।
উল্লেখ্য, কিছুদিন আগেই সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছিল সাবা ও হৃত্বিক একসঙ্গে একটা এপার্টমেন্টে বসবাস শুরু করবেন। পরে এই খবরটি নিজের অফিশিয়াল একাউন্টে শেয়ার করে নিজেই ভিত্তিহীন বলে দাবি করেন। এদিকে কিছুদিন আগেই আবার সাবা তার প্রেমিক হৃত্বিক রোশনের সঙ্গে লাঞ্চ ডেটে গিয়েছিলেন। আর সেখানে দুজন এক গাড়িতে ফেরায় ক্যামেরা বন্দী হন। তখন তাঁরা দুজনাই ছিলেন নর্মাল পোশাকে। তবে হৃত্বিক সুজান খানের সঙ্গে ১৪ বছর সংসার করেছেন। এছাড়া হৃদান ও রেহান নামে তাঁদের দুই ছেলে আছে। এদিকে সাবার সঙ্গে ঈমদ শাহর (সঙ্গীত শিল্পী) বেশ কয়েক বছর সম্পর্ক ছিল। তাঁরা দুজনেই ঠিক করেছেন, এক্স পার্টনারদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলবেন।