November 2, 2025
টিভি-ও-সিনেমা

প্লাস সাইজ অন্বেষার জীবন কাহিনী নিয়েই ধারাবাহিক সোহাগ চাঁদ

সংবাদ কলকাতা: অতিরিক্ত ওয়েট হলে আজকের দিনে মেয়েদের বিয়ে হওয়াটাই খুব চাপের হয়ে যায়। ঠিক এমনি করে একবার দুবার নয়, প্রায় ৩৪ বার বিয়ে ভাঙল। অথচ সে খুবই সুন্দরী। সর্বকাজে সম্পূর্ণা ও শিক্ষিতা। মানে একপ্রকার একটা বিবাহযোগ্য মেয়ের যে গুণ থাকা দরকার, তাঁর মধ্যে সব গুণগুলোই আছে। তবে তাকে নিয়ে সমালোচনা করতে কেউ পিছু ছাড়েন না। কারণ, সে ‘প্লাস সাইজ’। তবু সে একটুও মনের দিক থেকে ভেঙে পড়েনি।

কারণ সে মনে করে শরীর দিয়ে নয়, মনের মাপটাই আসল। এরকম একটি বডি টাইপ নিয়ে কালারস বাংলায় নতুন ধারাবাহিক ‘সোহাগ চাঁদ।’ ২০১৯ সালে ইন্দ্রপুরি স্টুডিওতে ‘মিস প্লাস সাইজ ইন্ডিয়া’ অন্বেষা চট্টপাধ্যায় ওরফে সোহাগ প্রশ্ন করলেন, শুধুমাত্র কি স্লিম মেয়েরাই সুন্দরী? সেখানে ছিলেন টালিগঞ্জের দুই ‘হেভিওয়েট’ অভিনেত্রী অরিজিতা মুখোপাধ্যায় ও সংঘশ্রী সিনহা মিত্রা।

তিনি মনে করেন, ‘সোহাগ চাঁদ তার নিজের জীবন কাহিনী। মানে তার মতো মোটা মেয়েদের জীবনী নিয়ে ধারাবাহিক। অন্বেষা মনে করেন, শরীরের ওজন মাত্রা ছাড়া বেশি হলেই ডাক্তাররা অমনি ওজন কমানোর কথা বলেন। কিন্তু বর্তমানে প্রেশার, সুগার, থাইরয়েড হাঁপানি কোনওটাই তো নেই তাঁর। তাহলে খামকা নিজের ওজন কমাতে যাব কেন? অন্বেষা ছোটবেলা থেকেই একটু বেশি গোলগাল। পলিসিস্টিক ওভারি সিন্ড্রামের জন্য তার ওজন বেড়ে গেছে। কিন্তু তা নিয়ে একটুও অনুতপ্ত নন। বরং এভাবে সুস্থ শরীরে তিনি দিব্যি আছেন।

তবে চাঁদ চরিত্রে আছেন অভিষেক বীর শর্মা। যেমন সুন্দর, তেমনি শারীরিক ফিটনেস। সোহাগ ও চাঁদ শৈশব থেকেই তাদের বন্ধুত্ব। তবে ধারাবাহিকটি কতটা মানুষকে আকর্ষিত করতে পারবে, তা সময় ও টিআরপি উত্তর দেবে।

Related posts

Leave a Comment