29 C
Kolkata
August 2, 2025
রাজ্য

প্রয়াত হলেন প্রাক্তন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠি

সংবাদ কলকাতা, ৮ জানুয়ারি: আজ, রবিবার ভোর ৫ টা নাগাদ পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী প্রয়াত। সম্প্রতি তিনি বেশ কিছুদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। এদিন উত্তরপ্রদেশের প্রয়াগরাজে নিজের বাসভবনে তাঁর মৃত্যু হয়। সংবিধান বিশেষজ্ঞ কেশরীনাথ ত্রিপাঠীর মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৮ বছর।

জানা গিয়েছে, গত ডিসেম্বর মাসে তিনি বাথরুমে পড়ে যান। ভেঙে যায় তাঁর একটি হাত। চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হলেও ক্রমশ শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। একসময় আইসিইউ-তে স্থানান্তর করতে হয়। এমনিতেই তাঁর আগে থেকেই শ্বাসকষ্টের সমস্যা ছিল। পাশাপাশি প্রস্রাবের সমস্যাও দেখা দিয়েছিল। অবশেষে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে আসা হয়।

কেশরীনাথ ত্রিপাঠীর জন্ম ১৯৩৪ সালের ১০ নভেম্বর। জন্মস্থান উত্তরপ্রদেশের এলাহাবাদ। কেশরীনাথ ত্রিপাঠি একাধিক সাংবিধানিক দায়িত্ব সামলেছেন। তিনি রাজ্যপাল হওয়ার আগে উত্তরপ্রদেশের বিধানসভায় স্পিকারের দায়িত্ব সামলেছেন। তিনবার ওই দায়িত্বে ছিলেন তিনি। এরপর ২০১৪ সালে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হন। টানা পাঁচ বছর সফলতার সঙ্গে এই দায়িত্ব সামলেছেন। এছাড়াও বিহার, মেঘালয় ও মিজোরামেও রাজ্যপালের দায়িত্বভার সামলেছেন ত্রিপাঠি। যদিও সেটা অল্প সময়ের জন্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব তাঁর প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন।

Related posts

Leave a Comment