21 C
Kolkata
December 25, 2024
রাজ্য

প্রয়াত হলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত চিত্র পরিচালক পিনাকী চৌধুরী

অপর্ণা সেন, ২৪ অক্টোবর: সোমবার ভোরে প্রয়াত হলেন প্রবীণ চিত্রপরিচালক পিনাকী চৌধুরী। জাতীয় পুরস্কার প্রাপ্ত এই চলচ্চিত্র নির্মাতার বয়স হয়েছিল ৮২ বছর। জানা গিয়েছে, লিম্ফোমায় আক্রান্ত হয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এদিন সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর পরিচালিত সিনেমা ‘বালিগঞ্জ কোর্ট’ মুক্তি পায় ২০০৭ সালে। এই সিনেমাটি দর্শক সমাজে যথেষ্ট সমাদর পায়। এরজন্য তিনি জাতীয় পুরস্কারে সম্মানিত হন। এর আগে ১৯৯৬ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘শোঙ্গাথ’-এর জন্য প্রথম জাতীয় পুরস্কার পান তিনি। এছাড়া তাঁর পরিচালিত উল্লেখযোগ্য সিনেমাগুলি হল চেনা অচেনা, কাকাবাবু হেরে গেলেন, এক টুকরো চাঁদ, আরোহণ, নরক প্রভৃতি। একসময় তাঁকে জুরি বোর্ডের চেয়ারম্যানও করা হয়।
উল্লেখ্য, পিনাকী চৌধুরীর জন্ম ১৯৪০ সালে। প্রথম জীবনে তিনি একজন সফল তবলা বাদক ছিলেন। তিনি ওস্তাদ কেরামাতুল্লাহ খান ও পন্ডিত রবিশঙ্করের সঙ্গেও তবলা বাজিয়েছেন। শিক্ষা জীবনে একজন মেধাবী ছাত্র ছিলেন। তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পদার্থ বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেন। এরপর তিনি লন্ডন বিশ্ববিদ্যালয়ে বৈদ্যুতিক প্রকৌশল বিষয়ে শিক্ষা লাভ করেন। তিনি চলচ্চিত্র জগতে প্রযোজক হিসাবে কাজ শুরু করেন এবং সফল হন। পরবর্তীতে তিনি সিনেমা পরিচালনার কাজ শুরু করেন।

Related posts

Leave a Comment