21 C
Kolkata
December 24, 2024
রাজ্য

প্রয়াত রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যানপালন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সুব্রত সাহা

সংবাদ কলকাতা: ফের দুঃসংবাদ রাজনৈতিক মহলে। প্রয়াত রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যানপালন দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী সুব্রত সাহা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর।

পরিবার সূত্রে খবর, কলকাতার একটি বেসরকারি হাসপাতালে দিন কয়েক আগে গলব্লাডার অপারেশন হয় সুব্রতবাবুর। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে কলকাতা থেকে মুর্শিদাবাদে ফেরেন তিনি। কিন্তু ফের অসুস্থ বোধ করলে তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সকালে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মন্ত্রী।

প্রসঙ্গত উল্লেখ্য, ২০১১ সালে সাগরদিঘি থেকে বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছিলেন সুব্রত সাহা। টানা ৩ বার ওই কেন্দ্র থেকে বিধায়ক হন তিনি। সুব্রতবাবুর মৃত্যুতে শোকের ছায়া রাজনৈতিক মহলে। এক সময় কংগ্রেসে ছিলেন তিনি। পরে তিনি যোগ দিয়েছিলেন তৃণমূলে। কিছুদিনের জন্য মৎস্য দফতরের দায়িত্বও পালন করেছিলেন।

তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেন মু্খ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, ‘রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যানপালন দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী সুব্রত সাহার প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি।

Related posts

Leave a Comment