25 C
Kolkata
November 2, 2025
রাজ্য

প্রয়াত প্রাক্তন তৃণমূল বিধায়ক জটু লাহিড়ী

সংবাদ কলকাতা: বৃহস্পতিবার সকালে প্রয়াত হলেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক জটু লাহিড়ী। বর্ষীয়ান এই নেতা আজ নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সম্প্রতি তিনি বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। তাঁকে হাসপাতালেও ভর্তি হতে হয়। কিছুদিন আগে তিনি হাসপাতাল থেকে ছাড়া পান। তাঁর বাড়ি হাওড়ার অম্বিকা কুণ্ডু লেনে। আজ সকালে সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যু সংবাদে শোকপ্রকাশ করেছেন তৃণমূল বিধায়ক অরূপ রায়। অরূপবাবু বলেন, “দীর্ঘদিনের সহযোদ্ধা ছিলাম, শ্রদ্ধা করি। ওঁর পরিবারের প্রতি সমবেদনা রইল।”

জটুবাবু হাওড়ার শিবপুরের বিধানসভা কেন্দ্রে ১৯৯১ সাল থেকে ৫ বার জয় লাভ করেন। তিনি প্রথমে কংগ্রেসের বিধায়ক হিসাবে ১৯৯১ও ১৯৯৬ সালে পর পর দুই বার জয়লাভ করেন।
মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেস দল গঠন করলে জটু লাহিড়ীও এই দলে যোগদান করেন। এরপর ওই একই কেন্দ্র থেকে যথাক্রমে ২০০১, ২০১১ ও ২০১৬ সালে তিনবার জোড়া ফুল প্রতীকে বিধায়ক পদে জয়লাভ করেন।  মাঝে ২০০৬ সালে তিনি হেরে যান। তিনি দীর্ঘদিন তৃণমূলের হাওড়া জেলার সাংগঠনিক দায়িত্বেও ছিলেন। তাঁকে ২০১৬ সালে রাজ্য বিধানসভার প্রোটেম স্পিকারও করা হয়।

কিন্তু ২০২১ সালে তাঁকে টিকিট দেয়নি তৃণমূল কংগ্রেস। ফলে বিক্ষুব্ধ জটুবাবু বিজেপিতে যোগদান করেন। মৃত্যুর আগে পর্যন্ত তিনি বিজেপির-ই সদস্য ছিলেন।

Related posts

Leave a Comment