30 C
Kolkata
August 3, 2025
বিদেশ

প্রয়াত পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট পারভেজ মুশারফ

দুবাই, ৫ ফেব্রুয়ারি: অ্যামিলয়ডোসিসে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট পারভেজ মুশারফ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। বিরল এই রোগ থেকে রেহাই পেতে ২০১৬ সাল থেকে দুবাইয়ে চিকিৎসা চলছিল তাঁর। সম্প্রতি সেখানকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। সেই হাসপাতালেই মৃত্যু হয়েছে তাঁর। পাকিস্তানের সংবাদ মাধ্যম সূত্রে এমনটাই জানা গিয়েছে।

উল্লেখ্য, পারভেজ মুশারফের জন্ম অবিভক্ত ভারতে। ১৮৪৩সালের ১১ আগস্ট দিল্লিতে জন্মগ্রহণ করেন তিনি। দেশ বিভাজনের সময় পুরোপুরি পাকিস্তানে চলে যায় তাঁর পরিবার। সেখানেই তাঁর শিক্ষাজীবন শুরু হয়। উচ্চশিক্ষা শেষ করার পর ১৯৬১ সালে পাকিস্তানের সেনাবাহিনীতে যোগ দেন মুশারফ। সেখান থেকে পরবর্তীতে পাকিস্তানের সেনাপ্রধানের দায়িত্ব পান। পরে সেনা অভ্যুত্থান ঘটিয়ে পাকিস্তানের রাষ্ট্রক্ষমতা দখল করেন। তিনি হন পাকিস্তানের প্রেসিডেন্ট।

২০০১ থেকে ২০০৮ সাল পর্যন্ত প্রেসিডেন্ট হিসেবে পাকিস্তানের দায়িত্ব সামলান মুশারফ। কিন্তু তিনি ক্ষমতা থেকে অপসারিত হওয়ার পর তাঁর বিরোধী শক্তি প্রমাদ গুনতে শুরু করে। একাধিক অভিযোগ তুলে দোষী সাব্যস্ত করা হয় তাঁকে। ২০১৯ সালে দেশদ্রোহী আইনে মুশাফরকে দোষী সাব্যস্ত করা হয়। সেজন্য তাঁকে প্রাণদণ্ডের শাস্তি দেওয়া হলেও পরে তা প্রত্যাহার করে নেয় আদালত।

Related posts

Leave a Comment