29 C
Kolkata
August 2, 2025
দেশ

প্রয়াত নরেন্দ্র মোদির মা হীরাবেন, বাংলায় আজ আসছেন না প্রধানমন্ত্রী

সংবাদ কলকাতা: প্রয়াত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন মোদী। ট্যুইট করে জানালেন প্রধানমন্ত্রী নিজেই। বন্দে ভারত এক্সপ্রেস সহ বাংলায় ৭৮০০ কোটির প্রকল্পের সূচনা করার কথা ছিল তাঁর। কিন্তু মায়ের মৃত্যুতে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করতে পারেন ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে।

ভোর সাড়ে তিনটেয় প্রয়াত হন প্রধানমন্ত্রীর মা । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০০ বছর। ইতিমধ্যেই দিল্লি থেকে আমেদাবাদের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

মায়ের প্রয়াণে প্রধানমন্ত্রী ট্যুইটে লেখেন, ‘একটি গৌরবময় শতাব্দী ঈশ্বরের পায়ে বিশ্রাম নিল। মায়ের মধ্যে আমি সর্বদা ত্রিমূর্তিকে অনুভব করেছি। যাঁর মধ্যে একজন তপস্বীর যাত্রা, নিঃস্বার্থ কর্মযোগীর প্রতীক এবং মূল্যবোধের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ জীবন।’

আজ গাঁধীনগরে হীরাবেনের শেষকৃত্য সম্পন্ন হবে।

Related posts

Leave a Comment