April 9, 2025
দেশ

প্রয়াত টয়োটা কির্লোস্কারের কর্ণধার

সংবাদ কলকাতা: প্রয়াত টয়োটা কির্লোস্কার মোটরের ভাইস চেয়ারম্যান বিক্রম কির্লোস্কার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর। জানা গিয়েছে, গতকাল মঙ্গলবার দুপুর ১ টা নাগাদ বেঙ্গালুরু শহরে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

আজ দুপুর ১টার সময় বেঙ্গালুরুর হেব্বাল শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। টয়োটা ও কির্লোস্কার গ্রুপ-এর একটি যৌথ উদ্যোগ হল টয়োটা কির্লোস্কার মোটরস প্রাইভেট লিমিটেড। উল্লেখ্য, বিক্রম কির্লোস্কার দেশের বাণিজ্য মহলে একজন সফল ব্যবসায়ী হিসাবে পরিচিত। তাঁর মৃত্যুতে ভারতীয় বাণিজ্য জগতে নেমে এসেছে শোকের ছায়া।

Related posts

Leave a Comment