27 C
Kolkata
August 1, 2025
টিভি-ও-সিনেমা দেশ

প্রয়াত টেলিভিশন অভিনেতা সিদ্ধান্ত সূর্য বংশী

মুম্বই, ১১ নভেম্বর: শুক্রবার টেলিভিশন অভিনেতা সিদ্ধান্ত বীর সূর্যবংশী প্রয়াত। মৃত্যুকালে বয়স হয়েছিল ৪৬ বছর। তাঁর পরিবারে রয়েছেন স্ত্রী ও দুই সন্তান। জানা গিয়েছে, এদিন সকাল ১১টা নাগাদ অভিনেতা জিমে শরীরচর্চা করার সময় আচমকা পড়ে যান। সঙ্গে সঙ্গে তাঁকে মুম্বইয়ের একটি খ্যাতনামা বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা অনেক চেষ্টা করেও শেষ রক্ষা করতে পারেননি। প্রায় এক ঘণ্টা চিকিৎসার পর তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। তাঁর এই অকাল মৃত্যুতে শোকের ছায়া বলিউড ও টিভি অভিনেতাদের মধ্যে।

তাঁর একজন ঘনিষ্ঠ বন্ধু এবং অভিনেতা সলিল আনকোলা তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে খবরটি শেয়ার করেছেন। এছাড়া অভিনেতা জয় ভানুশালীও তাঁর মৃত্যুর খবর সমাজ মাধ্যমে শেয়ার করেছেন। সোশ্যালে সিদ্ধান্তের ছবি পোস্ট করে বন্ধু ভানুশালী ক্যাপশনে লেখেন, আমাদের ছেড়ে খুব তাড়াতাড়ি চলে গেল। অভিনেতার অকাল মৃত্যু সম্পর্কে আর কোনও তথ্য পাওয়া যায়নি। তিনি ব্যক্তিগত জীবন নিয়ে মানসিক কোনও সমস্যায় ভুগছিলেন কিনা সেটাও স্পষ্ট নয়। 

উল্লেখ্য, অভিনেতা সিদ্ধান্ত বীর সূর্যবংশী ছিলেন টেলিভিশন জগতের অন্যতম বিশিষ্ট মুখ। তাঁর টেলিভিশনে আত্মপ্রকাশ ঘটেছিল শো, কুসুম ধারাবাহিকের মধ্যে দিয়ে। পরে আরও অনেক শোতে তাঁকে প্রধান চরিত্রে দেখা গিয়েছিল। সুদর্শন এই অভিনেতা ২০১৭ সালে সুপার মডেল অ্যালেসিয়া রাউতকে বিয়ে করেন। সিদ্ধান্ত মডেল হিসেবেও যথেষ্ঠ সুনাম অর্জন করেন।

Related posts

Leave a Comment