32 C
Kolkata
April 15, 2025
দেশ

প্রয়াত কংগ্রেস সাংসদ সন্তখ সিং চৌধুরী

লুধিয়ানা, ১৪জানুয়ারী : আজ শনিবার প্রয়াত হলেন কংগ্রেস সাংসদ সন্তখ সিং চৌধুরী। লুধিয়ানার ফিল্লোরে ভারত জোড়ো যাত্রা চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল তাঁর। এদিন সকালে জলন্ধরের এই সাংসদ ভারত জোড়ো যাত্রার মিছিলে হাঁটছিলেন। সেসময় হঠাৎ তিনি অসুস্থ হয়ে যান। অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান। সঙ্গে সঙ্গে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার পর আজকে রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা থামিয়ে দেওয়া হয়। প্রয়াত সাংসদের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন। পাঞ্জাবের বর্তমান মুখ্যমন্ত্রী ভগবন্ত মান ও প্ৰাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং। লোকসভার স্পিকার ওম বিড়লা প্রয়াত সাংসদকে শ্রদ্ধা ও তাঁর পরিবারকে সমবেদনা জানিয়েছেন।

Related posts

Leave a Comment