মুম্বই, ১৫ মার্চ: বুধবার প্রয়াত হলেন বর্ষীয়ান অভিনেতা সমীর খাখর। আজ তাঁর ভাই গণেশ খাখর অভিনেতার মৃত্যুর খবর সংবাদ মাধ্যমকে জানান। তিনি জানান, শ্বাসকষ্ট জনিত সমস্যার কারণে গতকাল তাঁকে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু সেখানে মাল্টি অর্গান ফেলিওরের কারণে আজ ভোরবেলা মৃত্যু হয়েছে অভিনেতার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর।
”নুক্কর” ছবিতে অভিনয় করে তিনি যথেষ্ট জনপ্রিয়তা পান। এরপর একের পর এক ছবিতে তিনি অভিনয় করে গেছেন। বিভিন্ন ধারাবাহিকেও কাজ করেছেন তিনি। প্রথম জীবনে সমীর খাখর গুজরাটি নাটকে অভিনয় করতেন। তাঁর অভিনীত সেরা সিনেমাগুলি হল “হাসি তো ফাসি”, “প্যাটেল কি পাঞ্জাবি শাদি”, “পুষ্পক”, “পারিন্দা”, “শাহেনশা” প্রভৃতি। তাঁর শেষ অভিনীত সিনেমা সলমান খানের “জয় হো”। প্রায় চার দশক ধরে বিভিন্ন সিনেমা ও ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। তাঁর অভিনীত ধারাবাহিকগুলি হল ‘সার্কাস’, ‘শ্রীমান শ্রীমতি’, ‘মনিরঞ্জন’,’আদালত’ উল্লেখযোগ্য।
previous post